ডেস্কটপ ডিজাইন করতে চান রাইট? বেশি সফটওয়ার ইন্সটল করলে তা বেকগ্রাউন্ডে চলতে থাকবে আর আপনার পিসি হ্যাং করাবে। শুধুমাত্র েএকটা সফওয়ার ইউজ করে এই ডিজাইন টি করা যায়।
ok এই থিম টা পছন্দ হয়? সুন্দর লাগলে চলুন শুরু করি ডিজাইন করা।
আপনি চাইলে ভিডিও টিউটোরিয়াল ও দেখতে পারেন। সেজন্য এই ভিডিওতে ক্লিক করুন।
যা যা লাগবেঃ
ultimate windows tweker : >download link< ডাউনলোড করে নিন।
এই রকম ওয়াল পেপার ডাউনলোড করে নিন এখান থেকে >Download office Wallpaper<
ব্যাস এবার কাজ শেষ।
ডাউনলোড করা ওয়ালপেপারটিকে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট করে নিন।
পিকচারটির উপর রাইট ক্লিক করে set as desktop background এ ক্লিক করুন। ব্যাস।
যদি কোন কারনে ফিট না হয় তবে ক্রপ করে কেটে নিতে হবে। আপনার মনিটরের সাইজ মতো।
ডেস্কটপ এ রাইট ক্লিক করে তারপর display settings এ গিয়ে রেজুলেশন কত দেখে নিন।
সেই সাইজ এ ফটোশপ বা অনলাইনে ক্রপ করে নিন।
Online crop => Click here to crop image
ফাইল সিলেক্ট করে হাইট আর ওয়েট লিখে ওকে দিয়ে ডাউনলোড করে নিন। বা ফটোশপ জানা থাকলে তো কথাই নেই।
এরপর ultimate windows tweker install করুন। (যেটা প্রথমে ডাউনলোড করেছেন।)
সেটা ডাউনলোড করতে zip file opener লাগবে। যদি না থাকে তবে এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন। free download >>>>win.rar <<<<<
এবারে আলটিমেট উইন্ডোজ টোয়াকার ওপেন হবে। তারপর চিত্রে দেখানো মতো কাজ করে ফেলুন
customization > file explorer> remove shortcut.......
এবারে ফাইল এর নাম গুলো মুঝে ফেলুন। কি বোরড থেকে প্রেস করুন alt চেপে ধরে 255.
এটা স্পেস এর মতো একটা ব্ল্যাংক ডিজিট। এটা দিয়ে সব ফাইল রিনেম করে ফেলুন। মনে রাখবেন প্রথমটাতে ১বার এই ডিজিট ব্যবহার করেছেন তো পরের গুলোতে ১ বার করে বাড়িয়ে দিবেন। কারন একই নামে একাধিক সফটওয়ার থাকে না।
এভাবে ২৩ টা করার পর আবার শুরু করবেন অল্টার ২৫৫ এরপর স্পেস আবার অল্টার ২৫৫ এভাবে একের পর এক বেড়ে যাবে। ব্যাস। আর কোন ডায়ালগ বক্স আসলে ওকে করে দিবেন। তবে এই ডিজিট দুইবার হলে সমস্যা হবে। তখন আমি দায়ী না। সো বি কেয়ারফুল।
এরপর মন মতো সেল্ফ এ সাজিয়ে নিন আইকনগুলো।
এই লেখাটি কোথায় পড়ছেন জানেন তো? the tech hospital এ। জাস্ট পড়েই যাচ্ছেন কোথায় পড়ছেন সেটা জানার দরকার নেই? হাহাহা। জাস্ট ফর ফান।
ধন্যবাদ পুরো লিখাটি পড়ার জন্য। কোন সমস্যা হলে কমেন্ট বক্স এ জানাবেন।
এছাড়া ভিডিওটি দেখেও কাজ গুলো করে নিতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল ভিসিট করুন ভিডিওগুলো চেক করুন যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে ভূলবেন না।
জয়েন করু আমাদের ফেসবুক গ্রুপ েএ আর আপনার সমস্যার ফ্রি সমাধান নিয়ে নিন।
http://www.facebook.com/group/minhaz365
লাইক দিয়ে রাখুন আমাদের ফেসবুক পেইজ সকল আপডেট পেতে।
http://www.facebook.com/minhaz365
No comments:
Post a Comment